ঢাকা (বিকাল ৫:০৬) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ট্রমালিংক ১০ বছর পূর্তিতে মতিন সৈকত এআইপিকে সন্মাননা

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শনিবার রাত ০৯:৫৪, ২৩ নভেম্বর, ২০২৪

সড়ক দূর্ঘটনায় আহত ব্যাক্তিদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা পরিচর্যা দিয়ে হাসপাতালে পৌঁছানো সংস্থা ট্রমালিংকের দশ বছর পূর্তি উৎসব( ২৩ নভেম্বর) শনিবার দাউদকান্দির রায়পুর কেসি উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন— সংস্থার নির্বাহী পরিচালক অরূপ সাহা। প্রধান অতিথি ছিলেন— ট্রমালিংকের প্রতিষ্ঠাতা ড. জনমোজালে। প্রধান আলোচক ছিলেন চারবার জাতীয় পদক প্রাপ্ত এআইপি মতিন সৈকত। তিনি সংস্থাটির কার্যক্রমের শুরুতে সেবা প্রদানের সাথে জড়িত। সে সূত্রে সংস্থাটি আজ তাকে সন্মাননা জানায়।

এতে আরও বক্তব্য রাখেন— সংস্থার সমন্বয়কারী মোহাম্মদ হোসাইন, জোবায়ের মাহমুদ প্রমুখ।

 

উল্লেখ্য, ২০১৪ সালের ২৩ নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ড. জন মোজালে বাংলাদেশে প্রথম ট্রমালিংকের কার্যক্রম শুরু করেন দাউদকান্দি উপজেলার দাউদকান্দি থেকে পুটিয়া বাইপাস পর্যন্ত ১৫ কিলোমিটার মহাসড়কে। এখন ২৫৯ কিলোমিটার মহাসড়কে ১০০০ প্রশিক্ষন প্রাপ্ত স্বেচ্ছাসেবক দূর্ঘটনা কবলিত ব্যাক্তিদের তাৎক্ষণিক সেবা প্রদান করছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT