ঢাকা (সকাল ৯:৩৪) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


জেনে নিন ইন্টারনেট ছাড়াই কিভাবে জিমেইল ব্যবহার করবেন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার সন্ধ্যা ০৭:০০, ২৯ জুন, ২০২২

নতুন অফলাইন মোড সেবা এনেছে গুগলের ফ্রি ইমেইল পরিষেবা জিমেইল। এর মাধ্যমে ইন্টারনেট সংযোগ ছাড়াই ব্যবহারকারীরা মেইল পড়তে পারবেন, উত্তর দিতে পারবেন, সার্চ করে পুরনো মেসেজও খুঁজতে পারবেন। দুর্বল ইন্টারনেট সংযোগের এলাকার ব্যবহারকারীদের জন্য এ সেবা এনেছে গুগল।

ইন্টারনেট সংযোগ ছাড়াই ‘mail.google.com’ ঠিকানায় ব্যবহারকারীরা মেইল পড়তে ও উত্তর দিতে পারবেন। এই লিংক ক্রোমে বুকমার্ক করে রাখতে হবে।

ডিভাইসে ক্রোম ডাউনলোড করতে হবে। ক্রোম ব্রাউজারের ব্রাউজার উইন্ডোতেই শুধু অফলাইনে জিমেইল ব্যবহার করা যাবে, ইনকগনিটো মোডে এ পরিষেবা পাওয়া যাবে না।

প্রথমে জিমেইলের অফলাইন সেটিংস অপশনে যেতে হবে। এরপর ‘এনাবল অফলাইন মেইল’ অপশন দেখুন। কতোদিনের মেসেজ সিঙ্ক করতে চান তা বাছাই করে নিতে পারবেন।

বুকমার্ক করার জন্য লিংকে প্রবেশ করলে এড্রেস বারের ডানদিকের স্টার চিহ্ন দেখতে পাবেন। এই স্টার চিহ্নে ক্লিক করলে বুকমার্ক করতে চান কি না সে অপশনে ক্লিক করতে হবে। ব্যস, এরপর থেকে আপনি অফলাইনে সরাসরি এ লিংকের মাধ্যমে জিমেইল ব্যবহার করতে পারবেন।

অফলাইনে মেইল পাঠালে সে মেইল নতুন ‘আউটবক্স’ ফোল্ডারে চলে যাবে, ইন্টারনেট সংযোগ চালু হলেই মেইল চলে যাবে।

তবে, জিমেইলের এ অফলাইন অপশন আনইনস্টল করারও অপশন আছে। এজন্য অফলাইন ডাটা মুছে ফেলতে হবে। কম্পিউটারে গুগল ক্রোম খুলতে হবে। একদম উপরের ডানদিকে ক্লিক মোর অপশন থেকে সেটিংস-এ যেতে হবে। একদম নিচের দিকের ‘এডভান্সড’ অপশনে ক্লিক করতে হবে।

‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’র নিচে কন্টেন্ট সেটিংস ও কুকিজে ক্লিক করতে হবে। এরপর ‘সি অল কুকিজ’-এ ক্লিক করে সাইট ডেটা অপশনে গিয়ে ‘রিমুভ অল’ ক্লিক করতে হবে।

এরপর জিমেইল অফলাইন সেটিংসে গিয়ে ‘এনাবল অফলাইন মেইল’ অপশন ‘আনচেক’ করতে হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT