ঢাকা (রাত ১:৪১) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে গরুর রাখাল নিহত

সাখাওয়াত জামিল, চাঁপাইনবাবগঞ্জ সাখাওয়াত জামিল, চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার রাত ০১:৪৯, ১৭ আগস্ট, ২০২০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত এলাকায় ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফের গুলিতে এক বাংলাদেশী গরুর রাখাল নিহত হয়েছেন।

নিহত গরুর রাখাল একই উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামের মোড়ল পাড়া মহল্লার কালু দালালের ছেলে সুমন আলী।

রবিবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ৪/৫ পিলার সংলগ্ন এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে মনাকষা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য সমীর হোসেন জানান, নিহত সুমনসহ আরো ১০/১২ জনের একটি দল রবিবার সন্ধ্যার দিকে বাংলাদেশের মাসুদপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে গরু আনতে যায়।

এ সময় ভারতের দৌলতপুর ও শোভাপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা টহল দেয়ার সময় বাংলাদেশী রাখালদের লক্ষ্য করে গুলি করে। এর ফলে আন্তর্জাতিক পিলার ৪/৫ এর ১ এস সংলগ্ন হারুনের বাগানের সামনে সুমন গুলিবিদ্ধ অবস্থায় মারা যায়। পরে তার সহযোগীরা সুমনের লাশ
উদ্ধার করে বাসায় নিয়ে এসে গোপনে দাফন করে দেয়।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সুরুজ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আপনাদের মত আমিও বিভিন্ন মাধ্যমে এক বাংলাদেশীর মৃত্যুর খবরটি শুনেছি। তবে হতাহতের কোন খবর পাইনি।

তবে সন্ধ্যার দিকে এক রাউন্ড গুলির আওয়াজ শুনতে পাওয়া গেছে বলে তিনি নিশ্চিত করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT