এস এম সাখাওয়াত বৃহস্পতিবার রাত ০৮:৪৫, ১১ জুলাই, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদক গাঁজা উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার (১০ জুলাই) রাতে জেলার সদর উপজেলার পাওয়েল ইসলামপুর এলাকা থেকে এই মাদক উদ্ধার করে র্যাব-৫। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব।
এ বিষয়ে র্যাবের মিডিয়া উইং থেকে বৃহস্পতিবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের একটি চৌকষ আভিযানিক দল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় জেলার সদর উপজেলার পাওয়েল ইসলামপুর এলাকায় আমনুরা হতে চাঁপাইনবাবগঞ্জগামী পাকা রাস্তার বাম পাশে অবস্থিত এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের সাইন বোর্ডের নিকট পরিত্যক্ত অবস্থায় ০৯ কেজি গাঁজা উদ্ধার করে।
এ ঘটনায় উদ্ধারকৃত আলামত সমূহ নবাবগঞ্জ সদর মডেল থানায় জিডি মোতাবেক হস্তান্তর করা হয়েছে।