ঢাকা (রাত ৩:২২) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত 

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock শুক্রবার ১২:২০, ১৬ জুলাই, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক (২০২১-২০২৩) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহীদ সাটু হল মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত জেলা প্রেসক্লাবের নিজস্ব ভবনে কার্য-নির্বাহী কমিটির দ্বি-বার্ষিক এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে দৈনিক খবর ও ডেইলি ভয়েস অফ এশিয়ার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মো. আলমগীর কবির কামাল সভাপতি পদে জয় লাভ করেন। এ সময় সাধারণ সম্পাদক পদে সম পরিমান ভোট পেয়ে যৌথভাবে নির্বাচিত হন মাছরাঙা টেলিভিশন ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ এবং চানেল আই ও দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম রঞ্জু।

এছাড়া নির্বাচনে সহসভাপতি পদে নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মো. রফিকুল আলম, সহ-সম্পাদক পদে বিজয় টিভি ও জবাবদিহির প্রতিনিধি মো. নাদিম হোসেন এবং কোষাধ্যক্ষ পদে দৈনিক নবরাজ প্রতিনিধি হোসেন মো. শাহনেওয়াজ নির্বাচিত হন।

পরে প্রেসক্লাবে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রেসক্লাবের দুই বছর মেয়াদী এই কমিটির ১ম বছরে ডাবলু কুমার ঘোষ এবং পরবর্তী বছরে মো. আশরাফুল ইসলাম রঞ্জু সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

এ সময় নির্বাচন পরিচালনা করেন প্রেসক্লাবের বিদায়ী সভাপতি মো. জাফরুল আলম।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT