এস এম সাখাওয়াত মঙ্গলবার সন্ধ্যা ০৬:২০, ৬ আগস্ট, ২০২৪
ফ্যাসিবাদী দু:শাসন থেকে মুক্তি পেয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সদস্যবৃন্দ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা বণিক সমিতির সম্মেলন কক্ষে এই বিষয়ে গণমাধ্যমকর্মীদের সামনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মো. আব্দুল ওয়াহেদ।
এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সকলের প্রতি সম্মান ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে তিনি বলেন, দূর্নিতি, স্বজন প্রীতি ও একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করে দ্বিতীয় বিজয় অর্জিত হয়েছে। দেশ এখন এক অন্যরকম ক্রান্তিলগ্ন অতিক্রম করছে। আর এই বিজয়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে ছাত্র অভিভাবকের আন্দোলনে কিছু দূস্কৃতিকারী যেভাবে দেশের প্রতিষ্ঠিত অফিস আদালত, মন্দিরসহ অন্যান্য উপাসনালয় ভাংচুর করে, আগুণ দিয়ে পুড়িয়ে বিনষ্ট করেছে তার প্রতিবাদ করেন তিনি। এগুলোকে রক্ষা করা জেলাবাসীর দায়িত্ব বলে মনে করেন তিনি। আর তাই ছাত্র সমাজের ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধিনতা যেন বিনষ্ট না হয় তাই সকলকে ধৈর্য্য ও সহনশীলতার পরিচয় দিতে আহŸান জানান তিনি।
বনিক সমিতির সভাপতি পৌর এলাকার ক্লাব সুপার মার্কেট, সেন্টু মার্কেট, নিউ মার্কেট, ডিসি মার্কেট ও পুরাতন বাজার পরিদর্শণ শেষে সেসব জায়গার বিভিন্ন দোকানে রাতের আঁধারে লুটপাটেরা ভাংচুর করে লুটপাটের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, জেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ সোনা মসজিদ পোর্ট, রহরপুর রেলওয়ে বন্দরের ব্যবসায়ীরা আতংকগ্রস্থ। কারণ সেসব জায়গায় দূস্কৃতিকারীরা আক্রমন চালাচ্ছে। লুটপাট করছে বিভিন্ন মালামাল। আর তাই জেলার বিভিন্ন ক্ষয়ক্ষতি রোধ করে বৈষম্য, দূর্নীতি, স্বজন প্রীতি, একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে একটি শোষণ মুক্ত, অর্থনৈতিক মুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে জাতীয় পর্যায়ে গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়নে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় জেলার ব্যবসায়ী ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।