এস এম সাখাওয়াত জামিল দোলন বৃহস্পতিবার দুপুর ০১:২৩, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
ইসলামপুর ইউনিয়নের মহানন্দা নদীতে কয়েকজন বন্ধুর সাথে গোসল করতে নামেন মারুফ। এর এক পর্যায়ে শেখ হাসিনা সেতু থেকে নদীতে লাফ প্রতিযোগীতায় অংশ নেয়া অন্যেরা তীরে উঠে আসলেও পানির স্রোতে তলিয়ে যায় মারুফ।
পরে স্থানীয়রা চেষ্টা করে মারুফকে খুঁজে পেতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের চেষ্টায় মারুফের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে একই দিন জেলার শিবগঞ্জ উপজেলার পাগলা নদীতে গোসল করতে নেমে একই স্কুলের চতুর্থ শ্রেণির দুই শিশু শিক্ষার্থী ডুবে নিহত হয়েছে।
এ বিষয়ে এলাকাবাসী ও পারিবারের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ সন্ধ্যায় জানান, বুধবার বেলা ১১টার দিকে পাগলা নদীর বহালাবাড়ি ঘাটে গোসল করতে নামে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী লিজা ও নাইমাসহ পাঁচ সহপাঠি। এ সময় তিনজন সাঁতরে উঠতে পারলেও লিজা ও নাঈমা পানিতে তলিয়ে যায়।রপরে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের যৌথ অভিযানে দুপুর ২ টার দিকে লিজা খাতুনের লাশ উদ্ধার করা হলেও নিখোঁজ নাইমার মরদেহ সন্ধ্যা ৭ টার দিকে উদ্ধার করা হয়।
কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি জোবায়ের।