ঢাকা (বিকাল ৫:০৫) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে সোয়া কোটি টাকার ইয়াবা জব্দ

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock মঙ্গলবার বিকেল ০৫:৩৬, ১৯ অক্টোবর, ২০২১

চাঁপাইবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার রাতে এই অভিযান পরিচালনা করে বিজিবি-৫৯। তবে অভিযানে কাওকে আটক করতে পারেনি বিজিবি।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার সকাল সোয়া ৯ টায় এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, নিজস্ব তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত গভীর রাত সাড়ে ১১ টায় ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীনসহ কিরণগঞ্জ বিওপির সদস্যবৃন্দ সীমান্ত পিলার ১৭৯/১-এস হতে ১ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১ কোটি ২৮ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের মালিক বিহিন ৩২ হাজার ১ শত পিস আমদানি নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT