ঢাকা (বিকাল ৩:৫৯) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার বিকেল ০৫:৩৯, ১৯ নভেম্বর, ২০২০

সাবেক ছাত্রলীগ নেতা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সহ-সভাপতি আতিকুর রহমান সুমনকে হত্যা চেষ্টার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির উদ্দ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য প্রদাণ করেন, জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি ও সাবেক ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সামাদ, জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান টিয়া প্রমুখ। এ সময় অন্যান্যেও মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি ফাইজার রহমান কনক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাঈফ জামান আনন্দ, জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সহ-সভাপতি মুনিরুল ইসলাম আপেলসহ জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির নেতৃবৃন্দ।

বক্তারা দ্রুত দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT