ঢাকা (সকাল ৯:২৮) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদক সেবনকারী গ্রেফতার

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বুধবার রাত ১১:২৫, ১৪ অক্টোবর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের বিশেষ অভিযানে মাদক সেবনকারী গ্রেফতার করা হয়েছে। বুধবার পৌর এলাকার বারোঘরিয়া ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-৫ রাজশাহীর সহকারী পরিচালক বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার সদর উপজেলার ১৩৫ নং বারোঘরিয়া নতুন বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বুধবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। এ সময় প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে মোট ১০ জন মাদকসেবীকে মাদক সেবনের সময় হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নং ওয়ার্ড পোলাডাঙ্গা এলাকার হাবিবা বেগম ও আফসার আলীর ছেলে ওবাইদুল (৪০), ১০ নং ওয়ার্ড মাঠিলাপাড়া এলাকার অসিয়া ও মৃত বিষ্ণু মিয়ার ছেলে রেজাউল (৪২), ১৫ নং ওয়ার্ড পিটিসি কলেজ মোড় এলাকার মৃত রোকিয়া বেগম ও মৃত দুখু মিয়ার ছেলে আসিক (২৩), ফরিদপুর জেলার মালতা উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর নিবাসী বর্তমান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড বাসিন্দা মাঝপাড়া এলাকার মৃত কুলসুম বেগম ও মৃত আব্দুল হালিম মোল্লার ছেলে সিরাজ মিয়া (৫০), রামচন্দ্রপুর হাট এলাকার সুমাইয়া বেগম ও জাকারিয়ার ছেলে শাকিল মিয়া (২০), সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বারঘরিয়া নতুন বাজার নীল কুঠির মাঠ এলাকার মৃত আব্দুল মালেকর ছেলে মানিক (৩৭), রানীহাটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কাথনিপাড়া এলাকার কমেলা খাতুন ও মানিক মিয়ার ছেলে ইসরাফিল (২০), শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পানখাকিপাড়া এলাকার জাহানারা বেগম ও মৃত আকালি মন্ডলের ছেলে নাজিম (২৬), নয়ালাভাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ড পশ্চিম চন্ডিপুর এলাকার আসিরা বেগম ও আমিরুল ইসলামের ছেলে নাজমুল (২৬) এবং চন্দ্রপুর এলাকার জামিলি বেগম ও বজলুল রশিদের ছেলে তারেক বিশ্বাস (৩০)।

র‌্যাব জানায় গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা, ১টি কলকি এবং ২টি গ্যাস লাইট জব্দ করা হয়। পরে নবাবগঞ্জ সদও মডেল থানায় মাদকসেবনকারীদের সোপর্দ করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT