ঢাকা (সকাল ৯:২৬) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে রেলবন্দর বাস্তবায়নের দাবীতে এক ঘন্টা কর্মবিরতি পালন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার রাত ০২:০০, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের প্রাচীনতম রেলস্টেশন রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দরে রূপ দিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরে এক ঘন্টার বন্ধ কর্মসূচী পালন করেছে রহনপুর ব্যবসায়িক ঐক্য পরিষদ।

এ উপলক্ষ্যে গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত রহনপুর পৌর এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান এক ঘণ্টা বন্ধ রেখে এই বন্ধ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে রহনপুরের সকল দোকানপাট স্বতঃস্ফূর্তভাবে বন্ধ রাখেন ব্যবসায়ীরা। শুধুমাত্র খাবারের হোটেল ও ঔষধের দোকান ছিল খোলা।

রেলবন্দর বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে কর্মসূচি সফল করতে রহনপুর পৌর এলাকায় মটরসাইকেলযোগে বিভিন্ন মার্কেট এলাকা পরিদর্শন করা হয়। আর দোকানপাট বন্ধের কার্যক্রম পরিদর্শনকালে ব্যবসায়ীগণ চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থণ ব্যক্ত করেন।

পরে কর্মসূচির সমর্থনে রেলস্টেশন চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক মো. নাজমুল হুদা খান রুবেলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আসাদুল্লাহ আহমদ, দেলোয়ার হোসেন বুলবুল, সেরাজুল ইসলাম টাইগার, তৌহিদুজ্জামান বাবু, হাবিবুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আমনুরা নয় রহনপুরেই পূর্ণাঙ্গ রেলবন্দর করতে হবে। কারণ বাংলাদেশীদের বিভিন্ন আমদানীকৃত পণ্য ভারতের মালবাহী রেলের মাধ্যমে এই রেলবন্দরে আসে এবং আনলোড হয়। এই বন্দর ব্যবহারে ব্যসায়ীরা অভ্যস্ত হয়ে পড়েছেন। এখন শুধু সময়ের ব্যাপার। আর তাই এখানে পূর্ণাঙ্গ রেলবন্দর হলে ভারতের সাথে বাংলাদেশের বিশেষ করে চিকিৎসা বিষয়টি আরো অগ্রগতি সাধিত হবে এই অঞ্চলে বসবাসকারীদের।

পথসভা থেকে চলমান আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে আগামী ১ মার্চ মঙ্গলবার রহনপুরে বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়।

উল্লেখ্য, রেল বন্দর বাস্তবায়ন পরিষদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রহনপুরের ব্যবসায়ী সংগঠনগুলো এই বন্ধ কর্মসূচি পালন করে। এর আগে গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) একই দাবীতে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন করে রহনপুর এলাকাবাসী।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT