ঢাকা (রাত ১:০১) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থী-অভিভাবকদের গণমিছিল ও সমাবেশ

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock শনিবার রাত ০৮:৪৭, ৩ আগস্ট, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের নিহত হবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এ সময় অভিভাবকরাও তাদেও সাথে একাত্মতা ঘোষণা করে মিছিল ও সমাবেশে যোগদান করেন। শনিবার বিকেলে জেলা শহরের বাতেন খাঁর মোড় থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ও সমাবেশ শেষ হয় সন্ধ্যা ৬ টায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ও সর্বাত্বক অসহযোগ আন্দোলনের সমর্থনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশ নেয় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিকেল সাড়ে ৩ টায় শুরু হওয়া বিক্ষোভ মিছিল পৌর এলাকার বাতেন খাঁর মোড় থেকে শুরু হয়ে নিমতলা, বড় ইন্দারা মোড়, ক্লাব সুপার মার্কেট, কোর্ট চত্বর, অক্ট্রয় মোড় ঘুরে বিশ্বরোড মোড়ে গিয়ে সমাবেশ করে। এ সময় প্রায় ২ ঘন্টা শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয় এবং নানা রকম শ্লোগাণ দিতে থাকে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের জনসমুদ্রে পরিণত হয় চারপাশ।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাস্তায় বসে আন্দোলন করার কারণে মহাসড়কের উভয় পাশে শতশত যানবাহন আটকা পড়ে ও যানজটের সৃষ্টি হয়। এ সময় কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের নিহত হবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারসহ ৯ দফা দাবিতে শ্লোগান দেয় শিক্ষার্থীরা। আর দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT