ঢাকা (রাত ১১:২৭) বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে বৃদ্ধ জেলের মরদেহ উদ্ধার

এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০৯:১৮, ১০ নভেম্বর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। পেশায় সে একজন জেলে।

নদীতে ডুবে যাওয়া মৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর জামাদার পাড়া গ্রামের  মৃত মো. আলতাব হোসেনের ছেলে মো. শুকুদ্দি আলী (৬০)।

এ বিষয়ে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মো. আলমগীর জাহান পরিবার ও স্থানীয় জেলেদের বরাত দিয়ে জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে মহানন্দা নদীতে নৌকা ও জাল নিয়ে যায় জেলে শুকুদ্দি। কিন্তু প্রায় আধা ঘন্টা পর আশেপাশের জেলেরা তাকে নৌকার ওপর দেখতে না পেয়ে আশেপাশে খোঁজ করতে থাকে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়া গেলে স্থানীয়রা থানায় ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থল এসে মহানন্দা নদীতে দীর্ঘ ৪ ঘন্টা অভিযান চালিয়ে সকল সাড়ে ১০ টায় জেলে শুকুদ্দির মরদেহ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে নদীতে জাল টানতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে সে মারা যেতে পারে। পরে কোন প্রকার অভিযোগ না থাকায় মৃতের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, মহানন্দা সেতু হবার আগে শুকুদ্দি মাঝি দীর্ঘ ৩০ বছর যাবৎ মহানন্দা নদীতে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT