ঢাকা (সকাল ৮:৪৯) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাগণকে নিয়ে জেলা নাটাবের মতবিনিময় সভা

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock শুক্রবার রাত ০১:৪১, ২৬ আগস্ট, ২০২২

জাতির সূর্যসন্তান জেলার বীরমুক্তিযোদ্ধাগণকে নিয়ে; চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। যক্ষা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে; বৃহস্পতিবার দুপুরে শহরের কাঁঠাল বাগিচাস্থ শিশু শিক্ষা নিকতন মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়।

নাটাবের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিম উদ দৌলা চৌধুরীর সভাপতিত্বে, প্রধান আলোচক ছিলেন; চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম এ মাতিন।

আলোচক ছিলেন-চাঁপাইনবাবগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. তৌহিদুল ইসলাম।

বক্তব্য রাখেন-ব্র্যাকের প্রোগাম অরগানাইজার আবুল কালাম আজাদ, নাটাবের রাজশাহী জোনের মাঠ কর্মকর্তা মো. রুহুল আমিন।

স্বাগত বক্তব্য রাখেন ও সভা সঞ্চালনা করেন নাটাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য ও শিশু শিক্ষা নিকতনের অধ্যক্ষ মো. আনিসুর রহমান।

সভায় যক্ষা রোগের করণীয় নিয়ে আলোচনা করেন এনজিও প্রতিনিধিরা। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন স্থানের ৩০জন বীর মুক্তিযোদ্ধা অংশ নেন।

বক্তারা যক্ষা রোগ প্রতিরোধে জেলার বীরমুক্তিযোদ্ধাগণের প্রতি বিশেষ ভূমিকার কথা উল্লেখ করে; সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

সামাজিকভাবে সচেতনতার মাধ্যমে যক্ষা রোগ প্রতিরোধ করা সম্ভব বলেও মতামত ব্যক্ত করেন আলোচকগণ ও নাটাব নেতৃবৃন্দ।

সভায় জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবাবের সদস্যদের রুহের মাগফেরাত এবং জেলা নাটাবের সম্পাদক ইকবাল মনোয়ার খান চান্না’র সুস্থতা কামনায় দোয়া করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT