এস এম সাখাওয়াত সোমবার সন্ধ্যা ০৬:০৩, ২৭ মে, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে কয়েকটি বিদেশী অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। রোববার রাতে জেলার সদর উপজেলার নয়াগোলা ঘাটপাড়া এলাকায় অভিযান পরিচালনার সময় ৩টি ওয়ানশুটারগান উদ্ধার করে র্যাব-৫। আটক করা হয় এক যুবককে।
আটক যুবক রাজশাহী জেলার চন্দ্রিমা থানা এলাকার শিরোইল কলোনী ২ নং গলির হাসিনা ও নূর হাসানের ছেলে হাসিম (২৮)।
এ বিষয়ে সোমবার দুপুরে র্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তীতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সাদা পোশাকে গোয়েন্দা দল ও একটি চৌকস আভিযানিক দল রোববার (২৬ মে) রাত ৯টায় জেলার সদর উপজেলার নয়াগোলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাজশাহী থেকে অবৈধ অস্ত্র সংগ্রহের জন্য চাঁপাইনবাবগঞ্জে আসা হাসিমকে ৩টি ওয়ানশুটারগানসহ হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করে আসামী হাসিমকে সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাব অধিনায়ক।