ঢাকা (রাত ২:০৯) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে এক শিশুসহ নিহত ৩

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock শুক্রবার দুপুর ০৩:৩২, ২১ মে, ২০২১

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে শিবগঞ্জ উপজেলায় একজন কৃষক ও একজন গৃহিনী রয়েছেন এবং নাচোল উপজেলায় রয়েছে এক শিশু। বৃহষ্পতিবার দুপুরে বজ্রপাতে এরা নিহত হন বলে জানা গেছে।

নিহতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের আব্দুস সাত্তারের ছেলে কৃষক মো. জালাল উদ্দীন (৩৭), একই উপজেলার গুয়াবাড়ি চাঁদপুর এলাকার আবু তালেবের স্ত্রী রহিমা বেগম (২৯) এবং নাচোল  উপজেলার কসবা ইউনিয়নের আঝইর গ্রামের ওবাইদুর রহমানের মেয়ে মারুফা (৯)।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে ঝড়ো হাওয়ার সময় জালাল উদ্দীন ধান কেটে যখন বাড়ি ফিরছিলেন ঠিক তখনই বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মারা যান। এদিকে গুয়াবাড়ী চাঁদপুর গ্রামের রহিমা বেগম দুপুরে ঝড়ের সময় বাড়ির সামনের বাগানে আম কুড়াতে গেলে ঘটনাস্থলেই বজ্রপাতে তার মৃত্যু হয়।

এদিকে নাচোল উপজেলার কসবা ইউনিয়ন পরিষদ সদস্যের বরাত দিয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, বৃহস্পতিবার দুপুরে ঝড়ের সময় বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যায় শিশু মারুফা। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT