ঢাকা (সকাল ১১:২৯) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে উত্তাল জনতা

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার রাত ০৮:৩৩, ৬ ডিসেম্বর, ২০২০

গত শুক্রবার দিবাগত রাতে কুষ্টিয়া শহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে উত্তাল হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। প্রতিবাদ জানিয়ে আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-১ সদর আসনের সাবেক সাংসদ আব্দুল ওদুদ বিশ্বাস। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মো.শরিফুল আলম।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ। সমাবেশে ভাস্কর্য বিরোধীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা। এদিকে একই বিষয়ে জেলার গোমস্তাপুর উপজেলাতেও রোববার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ গোমস্তাপুর উপজেলা শাখার নেতাকর্মীরা। এ সময় উপজেলার কলোনি মোড় আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ডাকবাংলোয় গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বুলবুল, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার, যুগ্ম সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন বিশ্বাস প্রমুখ।

অপরদিকে বাংলাদেশ ছাত্রলীগ গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, গোমস্তাাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাওসার আহমেদ সাগর, সাধারন সম্পাদক মুক্তাদির বিশ্বাস, যুগ্ম সম্পাদক এন্তাজুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম জয়, চৌডালা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন, গোমস্তাপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি তুষার রাজ, পার্বতীপুর ইউনিয়ন সভাপতি মিলন রেজা প্রমুখ। বক্তারা অবিলম্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT