ঢাকা (সকাল ১০:০৪) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা প্রদাণ

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock মঙ্গলবার রাত ১১:০৪, ১১ জানুয়ারী, ২০২২

সদ্য সমাপ্ত হওয়া চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের গণসংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারী) বিকেলে জেলার উপকন্ঠ বারোঘরিয়া ব্রীজ চত্বরে দৃষ্টিনন্দন পার্কে এই গণসংবর্ধনা প্রদান করা হয়। সময় বিভিন্ন রাজনৈতিক দল তার সহযোগী সংগঠন,ব্যক্তি,পেশাজীবী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদাণ করা হয়।

গণসংবর্ধনা অনুষ্ঠানে বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো.হারুনঅররশীদসহ সকল ইউপি সদস্যকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও একই অনুষ্ঠানে মহারাজপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নাহিদুল ইসলাম রাজনকে সংবর্ধনা দেয়া হয়।

গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী নজরুল ইসলাম,সাবেক চেয়ারম্যান আইনজীবী আবু নজর খান ব্রিটিশ,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম,জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলাম,বারোঘরিয়া বাজার বনিক সমিতির সভাপতি সামশুল আলম,বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন জর্জ,নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মেম্বার এবং বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ।

গণসংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মেম্বারগণ শান্তিপূর্ণ সুখী সমৃদ্ধ ইউনিয়ন পরিষদ গঠনের প্রতিশ্রুতি দেন।

সময় বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান হারুনঅররশীদ বলেন,জনগণ ভালোবেসে সমর্থন করে আমাকে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। তাদের এই আস্থার প্রতিদান দিব ইনশাআল্লাহ। বারোঘরিয়া ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আগামী বছর কাজ করে যাব।

তিনি আরও বলেন,এখন থেকে সরকারি যে কোন সহায়তা পেতে কোন উৎকোচ দিতে হবে না হয়রানির শিকার হতে হবে না। কারো বিরুদ্ধে এমন কোন অভিযোগ পাওয়া গেলে কঠোরভাবে ব্যবস্থা নেয়া হবে। সময় মাদক,সন্ত্রাস বাল্য বিয়ে মুক্ত ইউনিয়ন পরিষদ গড়তে সকলের প্রতি সহযোগিতা কামনা করেন তিনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT