ঢাকা (সকাল ১১:৩২) মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে দুই দিনে ডিএনসির মাদক বিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার রাত ০৮:০৫, ২৬ জুলাই, ২০২১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি অপারেশন দল গত দুই দিনে জেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৯ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ড মসজিদ পাড়ার জমশেদ আলীর ছেলে সানাউল হক (৩৩), একই মহল্লার মৃত মানিক চানের ছেলে রুবেল (৩২), মৃত নূরুল ইসলামের ছেলে সাগর (৩৮) ও বালুবাগান মহল্লার মৃত জিল্লুর রহমানের ছেলে রবিউল (৩২), ২ নং ওয়ার্ডের কালিতলা মহল্লার মৃত তালেব আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন (৫৫) এবং একই মহল্লার মৃত মুনসুর রহমানের ছেলে আসাদুল (৪০), পৌর এলাকার মন্ডল পাড়ার কুটু ইসলামের ছেলে আশরাফুল (১৯), বারোঘরিয়া কাজি পাড়ার পিন্টু শেখের ছেলে রবিউল ইসলাম (৪৫) ও শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের দুই পা হারানো প্রতিবন্ধী মৃত হোসেন আলীর ছেলে মাহবুল ইসলাম (৩২)।

এ বিষয়ে আনিছুর রহমান খান জানান, চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ জুলাই রোববার ও ২৫ জুলাই সোমবার পরিদর্শক রায়হান আহমেদ খানের নেতৃত্বে ডিএনসির সঙ্গীয় ফোর্স এইসব অভিযান পরিচালনা করে বিভিন্ন মাদকসহ ৯ জনকে গ্রেপ্তার করে।

পরে মোবাইল কোর্টে আসামিদের জেল জরিমানা করা হয় আর একটি নিয়মিত মামলা দায়ের শেষে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT