ঢাকা (রাত ৪:০১) মঙ্গলবার, ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে গণতন্ত্রের বিজয় দিবস পালন করেছে আওয়ামীলীগ

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বুধবার দুপুর ০২:৪০, ৩০ ডিসেম্বর, ২০২০

গণতন্ত্রের বিজয় দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দিবসটি পালন উপলক্ষ্যে পতাকা উত্তোলন, বিজয় র‌্যালি ও পথসভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামীলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে একটি বিশাল বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা আওয়ামালীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশের জনগণ মহামুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষে ব্যালটের মাধ্যমে আওয়ামীলীগের পক্ষে নৌকা প্রতীকে গণরায় প্রদাণের মাধ্যমে সকল অশুভ শক্তি দূর্নীতি সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের আস্ফালন আর সহিংস রাজনীতির অন্ধকার ছায়া কাটিয়ে গণতন্ত্রের বিজয় ঘটিয়েছে। গণতন্ত্রের নবতর অভিযাত্রায় আগ্রসর হওয়ায় গণতন্ত্রের বিজয় দিবস পালন করা হচ্ছে। আর তাই গণতন্ত্রকে কেউ যেন বাধাগ্রস্থ করতে না পারে সেজন্য সকলকে আওয়ামীলীগের ছায়াতলে আসার উদাত্ত আহবান জানানো হয়।

বাংলাদেশ আওয়ামীলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সাংসদ মো. আব্দুল ওদুদ বিশ্বাসের নেতৃত্বে র‌্যালিতে ও পথসভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক শরিফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মো.মিজানুর রহমান, উপ দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আজিজুর রহমান, সাধারন সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদার, সাধারন সম্পাদক ডা.সাইফ জামান আনন্দ, জেলা আওয়ামীলীগের সদস্য ফাইজার রহমান কনক, শাহনেয়াজ অপু, আবু সুফিয়ান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, জেলা মৎস্যজীবীলীগের সদস্য সচিব মো. বরজাহান আলী, সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সালেহ হাম্মাদ রাজিবসহ দলের অঙ্গ প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT