চাঁপাইনবাবগঞ্জে করোনা টিকাদান বাস্তবায়ন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ মঙ্গলবার দুপুর ০৩:৪৮, ২ ফেব্রুয়ারী, ২০২১
প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে জেলা পর্যায়ে প্রশিক্ষকদের নিয়ে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে দুই দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আব্দুস সালাম, ইউনিসেফ’র প্রতিনিধি ডা. মাহমুদুল হাসান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শাহনাজ খাতুনসহ অন্যান্যরা।
দুই দিন ব্যাপী প্রশিক্ষণে জেলার ৫টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণে মাঠ পর্যায়ে টিকা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রশিক্ষকবৃন্দ।