ঢাকা (দুপুর ২:৩৮) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock শনিবার সন্ধ্যা ০৭:১৫, ৬ মার্চ, ২০২১

নবায়নকৃত উপজেলা ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকার উপর উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের হলরুমে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় এবং কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকা গবেষণা ও গবেষণা সুবিধা জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে যৌথভাবে এই প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক কার্যালয় ও রাজশাহী বিভাগীয় কার্যালয়।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ সচিবালয়ের গবেষণা অনু বিভাগের অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাশ। তিনি বলেন, কৃষি পরিকল্পনার নির্দেশিকাটি ব্যাপক ব্যবহারের মাধ্যমে কৃষি ও কৃষকের উন্নয়ন সম্ভব। আর তাই ভূমির উর্বরতা সংরক্ষণে ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এলাকার কৃষকদের সহযোগিতা দিতে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আহবান জানান প্রধান অতিথি।

এ সময় প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ কোর্সের সমন্বয়ক ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নূরুল ইসলাম, বিনা সাব সেকশন চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ইঞ্জিনিয়ার ড. মো. হাসানুজ্জামান, পাবনা জেলা মৃত্তিকা সম্পদ গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ফারুক হোসেনসহ জেলার বিভিন্ন উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT