চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ শুক্রবার বিকেল ০৫:৪১, ১ অক্টোবর, ২০২১
“ডিজিটাল সমতা সকল বয়সের প্রাপ্য” শ্লোগান কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে শুক্রবার সকালে প্রবীণ হিতৈষী সংঘ শিবগঞ্জ উপজেলা শাখা বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালিটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্ত¡রে এসে শেষ হয়। এ সময় শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনটির সভাপতি আলহাজ্ব মো. আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাকিব আল রাব্বি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া।
বক্তারা বলেন, একজন মানুষ শিশু থেকে কিশোর-তরুন-যুবক বিভিন্ন স্তর পেরিয়ে বৃদ্ধ অবস্থায় পরিনত হয়। কিন্তু তাই বলে সমাজে তাদের গুরুত্ব মোটেই কম যায় না। অনেকে তাদের বোঝা মনে করলেও সমাজের কাছে রাষ্ট্রের কাছে তাদের গুরুত্ব অসীম। আর তাই তাদের সাথে সর্বাবস্থায় ভালো আচরণ করতে হবে এবং তাদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে।
এ সময় সংগঠনটির সহসভাপতি মো. মজিবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে শিবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, শাহবাজপুর ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, শিবগঞ্জ সরকারী মডেল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আসাদুজ্জামানসহ প্রবীন হিতৈষী সংঘের সকল সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।