ঢাকা (সন্ধ্যা ৬:১৪) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:১০, ২৫ মার্চ, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) উপজেলার বোকাইনগর ইউনিয়নের ত্রিশঘর গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় ত্রিশঘর গ্রামের মোঃ আনার হোসেনের একমাত্র শিশুপুত্র আব্দুল্লাহ (২) বাড়ির সকলের অঘোচরে পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহমুদা সুলতানা ঝুনু বলেন, শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মারা গেছে।

শিশুটির এমন মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এনামুল হাসান অনয়, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ও উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড হারুন-আল-বারী।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT