ঢাকা (বিকাল ৫:৩২) বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গোমস্তাপুরে শিক্ষার্থীদের মাদক বিরোধী র‍্যালী অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock রবিবার রাত ০৯:১১, ১ সেপ্টেম্বর, ২০২৪

“চলো যায় যুদ্ধে, মাদক ও ধর্ষণের বিরুদ্ধে” শ্লোগানে মাদক ও ধর্ষণ বিরোধী নানা কর্মসূচী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষ্যে রোববার (১ সেপ্টেম্বর) জেলার গোমস্তাপুর উপজেলায় র‌্যালি, মানববন্ধন ও পথসভার আয়োজন করে রাধানগর ইউনিয়নের ছাত্রজনতা ও সম্বন্বয়কবৃন্দ।

এ সময় ঘন্টাব্যাপি চলা পথসভায় বক্তব্য রাখেন, রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মতিউর রহমান, রাধানগর এএনসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, কায়েমপুর আলহাজ্ব নুরজাহান দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, যাতাহারা বাজার ও ডুবার মোড় বণিক সমিতির সাধারণ সম্পাদক হেলান উদ্দিন, রাধানগর এএনসি উচ্চ বিদ্যালয়ের সমন্বয়ক রমজান আলী প্রমুখ।

 

বক্তারা সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান। এছাড়া উপজেলায় ধর্ষণের বিরুদ্ধে শূন্য নীতি ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে মাদক মুক্ত করার ঘোষণা দেয়া হয় মানববন্ধন থেকে।

এর আগে উপজেলার রাধানগর ইউনিয়নের যাতাহারা বাজার থেকে একটি বিশাল র‌্যালি বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মানববন্ধন ও পথসভায় মিলিত হয়। র‌্যালি, মানববন্ধন ও পথসভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT