ঢাকা (রাত ৯:৪৫) শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গলায় ওড়না পেঁ‌চি‌য়ে কি‌শোরীর আত্মহত্যা

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বুধবার রাত ১১:৩১, ৫ মে, ২০২১

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বর্ণা আক্তার বৃ‌ষ্টি (১২) না‌মে এক কি‌শোরী গলায় ওড়না পে‌ঁচি‌য়ে আত্মহত্যা ক‌রে‌ছে। ঘটনা‌টি ঘ‌টে‌ছে , বুধবার(০৫ মে) সকাল ৮ টার দি‌কে উপ‌জেলার তবকপুর ইউ‌নিয়‌নের সাদুল্যা দহবন্দ গ্রা‌মে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকা‌লে বা‌ড়ি‌তে কেউ না থাকার সু‌যো‌গে বর্ণা আক্তার ঘ‌রের আঁড়ার সা‌থে গলায় ওড়না পে‌ঁচি‌য়ে আত্মহত্যা ক‌রে। ত‌বে কি কার‌ণে আত্মহত্যা ক‌রে‌ছে এ বিষ‌য়ে এখনও জানা যায়‌নি।

উ‌লিপুর থানার অ‌ফিসার ইনচার্জ ইম‌তিয়াজ ক‌বির বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ জানান,খবর পে‌য়ে মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য কু‌ড়িগ্রাম ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT