ঢাকা (বিকাল ৩:০৪) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুড়িগ্রামে গাঁজাসহ আটক ১,ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড 

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock রবিবার সন্ধ্যা ০৭:৪২, ৯ মে, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে গাঁজাসহ নুরজামাল (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং নগদ ২ ‘শ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আশরাফুল আলম রাসেল এ দন্ডাদেশ দেন।

ঘটনাটি ঘটেছে, রবিবার(০৯ মে)সকাল ১০টায় উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম হাজী পাড়া এলাকায়।আটককৃত আসামী ওই এলাকার আব্দুল করিমের পুত্র।

জানা গেছে,রবিবার (০৯ মে) সকাল ১০ টায় গোপন তথ্যর ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এ অভিযান চালান। এসময় নুরজামাল (৫৮)কে তার বাড়ী থেকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃত ওই ব্যক্তিকে এর আগেও গাঁজাসহ আটক করে কারাদন্ড এবং অর্থদন্ড দেয়া হয়েছিল।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT