কুড়িগ্রামের রৌমারীতে খালার বাড়িতে এসে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম বৃহস্পতিবার রাত ০৮:৩২, ৩ সেপ্টেম্বর, ২০২০
কুড়িগ্রামের রৌমারীতে খালার বাড়িতে এসে সোনাভরি নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুুর ১২টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের কলেজপাড়া গ্রামে।নিহতরা হলেন, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কিসমত বড় বাড়ি গ্রামের অলি উল্লাহের মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী জিন্নাত খাতুন দিনা (১২), রৌমারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক হায়দার আলীর ছেলে অষ্টম শ্রেণির ছাত্র সিয়াম আহমেদ (১৩) এবং একই উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামের আব্দুল কাদেরের ছেলে হামিম মিয়া (১৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কলেজপাড়া গ্রামের পশ্চিম পাশে সোনাভরি নদীতে গোসল করতে যায় ওই ৩শিশু। এসময় জিন্নাত খাতুন দিনা নদীর গভীরে গেলে সিয়াম তাকে তুলতে গিয়ে সেও ডুবে যায়। ওদের দু’জনকে তুলতে হামিম মিয়াও পানির গভীরে ডুবে যায়। পরে স্থানীয়রা জাল দিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। ওই তিনজন আপন খালাতো ভাই-বোন।
এ ব্যাপারে রৌমারী থানা অফিসার ইনচার্জ ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম নিশ্চিত করে বলেন, এটা একটি দুর্ঘটনা।