ঢাকা (সন্ধ্যা ৭:২৯) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুুুড়িগ্রামের উলিপুরে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বুধবার রাত ১১:১৪, ২৮ অক্টোবর, ২০২০

কু‌ড়িগ্রা‌মের উ‌লিপু‌রে রোকসানা বেগম (২৪) না‌মে এক গৃহবধুর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার করে‌ছে পু‌লিশ। ঘটনাটি ঘ‌টেছে, বুধবার দুপু‌রে পৌরসভার পূর্ব নাওডাঙা এলাকায়। তি‌নি ওই গ্রা‌মের রা‌সেল মিয়ার স্ত্রী।

জানা গে‌ছে, ওই গ্রা‌মের সে‌কেন্দার আলীর পুত্র রা‌সেল মিয়ার সা‌থে পার্শ্বব‌র্তি রাজারহাট উপ‌জেলার সওদাগর পাড়ার র‌ফিকুল ইসলা‌মের কন‌্যা রোকসানা বেগ‌মের বি‌য়ে হয়।

বি‌য়ের পর থেকে নানা বিষয় নিয়ে তাদের পারিবারিক কলহ শুরু হয়। এরই জেরে বুধবার সকা‌লে স্বামী স্ত্রীর মা‌ঝে কথা কাটাকা‌টি হয়। প‌রে দুপু‌রে তা‌র শয়ন ঘ‌রে রোকসানার ঝুলন্ত লাশ দেখ‌তে পায় প‌রিবা‌রের লোকজন। খবর পে‌য়ে থানা পু‌লিশ তার মর‌দেহ উদ্ধার ক‌রে। তি‌নি ৩ বছর বয়সী এক পুত্র সন্তান জননী ব‌লে জানা গে‌ছে।

উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত ক‌রে ঘটনার সত‌্যতা উৎঘাটন করা হ‌বে।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT