ঢাকা (রাত ৯:২৬) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুমারখালিতে ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে এক যুবক খুন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ১০:০০, ৭ ডিসেম্বর, ২০১৯

রফিকুল ইসলাম : শুক্রবার (৬ই ডিসেম্বর) রাতে কুষ্টিয়ার কুমারখালীর চরসাদীপুর গ্রামে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে ছুরিকাঘাতে মান্নান খাঁ (২৫) নামের এক যুবক খুন হয়েছে ।নিহত মান্নান কুমারখালীর চরসাদীপুর গ্রামের জামাল খাঁর ছেলে।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৯টার দিকে সাদীপুর গ্রামে ওয়াজ মাহফিল চলাকালীন সময়ে মান্নান নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়। তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান । এ ঘটনায় অভিযুক্তসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।স্থানীয় সাদীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন জানান, রাতে ওয়াজ মাহফিল চলাকালীন সময় রাস্তার পাশে স্থানীয় কিছু ছেলের সঙ্গে মান্নানের বাকবিতণ্ডা হয়। এসময় তাকে ছুরিকাঘাত করা হলে সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

জানা গেছে, ওয়াজ মাহফিলে আসা মেয়েদের ইভটিজিং করাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সাথে মান্নানের বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে তাকে প্রতিপক্ষরা ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। আহতাবস্থায় মান্নানকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT