ঢাকা (বিকাল ৪:৪৮) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


কালকিনি পৌরসভার মেয়র পিতা হিসেবে জয়ী নৌকা প্রতীকের প্রার্থী

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock বুধবার রাত ১১:১৭, ৩১ মার্চ, ২০২১

মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এস এম হানিফ ৯ হাজার ১৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মসিউর রহমান সবুজ পেয়েছেন(নারকেল গাছ) ৬ হাজার ৬৯৭ ভোট,‌সো‌হেল রানা মিঠু ‌(চামচ) ৫২৫৫।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীননভাবে ৯টি ওয়ার্ডের ১৮টি কেন্দ্রে ৯৯টি ইভিএমের মাধ্যমে এ ভোটগ্রহন চলে বিকেল ৪টা পর্যন্ত। তবে দুই, তিনটি কেন্দ্রে কিছু বিছিন্ন ঘটনা ঘটেছে বলে দেখা গেছে।এতে পুলিশ ও সাধারণ মানুষ সহ আহত হন ৪জন। জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান রাত ৮টার দিকে এ ফলাফল ঘোষনা করেন।
পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ১৬হাজার ৮৬৬ জন আর নারী ভোটার ১৬ হাজার ৪৪১ জন। নির্বাচনে মেয়র পদে ৬ জন, সাধারন কাউন্সেলর পদে ৩০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ,বিএনপির, ইসলামী ঐক্যজোট প্রার্থীর বাইরে আওয়ামী লীগের বিদ্রোহী একজন ও দুইজন স্বতস্ত্র প্রার্থী রয়েছেন।
এদিকে বিজয়ের খবরে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বিজয় মিছিল বের করে মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকরা।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT