ঢাকা (সকাল ১১:১১) সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনাভাইরাস : ৩২৪৫ হারিয়ে সাফল্যের পথে চীন, গত দুই দিনে নেই নতুন আক্রান্ত

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শুক্রবার দুপুর ০৩:১৯, ২০ মার্চ, ২০২০

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত টানা দুইদিন আক্রান্ত রোগী ছাড়াই স্বস্তির নিঃশ্বাস ফেলছে চীন। গত বুধবার সে দেশে নতুনভাবে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে আর কেউ শনাক্ত হয়নি। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবারও কোনো ব্যক্তি করোনা শনাক্ত হয়নি।

জানা গেছে, গত বুধবার করোনায় আটজনের মৃত্যু হলেও ৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ শুক্রবার চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, টানা দুইদিন ধরে নতুন করে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। নতুন করে করোনাভাইরাস যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সব ধরনের সতর্কতা অব্যাহত রয়েছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ইতালিতে নতুন করে চারশ ২৭ জনের মৃত্যুর ঘটনায় সে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার চারশ পাঁচ জনে ঠেকেছে। ইতালিতে করোনায় মৃতের সংখ্যা চীনকেও ছাড়িয়ে গেছে। চীনে এখন পর্যন্ত তিন হাজার দু’শ ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT