ক্রীড়া প্রতিবেদক মঙ্গলবার সকাল ১১:১৯, ১৪ মে, ২০২৪
আইপিএলের এবারের আসরে বল হাতে চমক দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। নিজেকে নতুনভাবে চিনিয়েছেন বিশ্ব দুয়ারে। কাটার মাস্টার এবার দল পেলেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)।
আগামী মৌসুমে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা থান্ডার্সের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে তাকে দলে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাম্বুলা থান্ডার্স বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ১ জুলাই থেকে শুরু হবে এলপিএলের আগামী আসর। ফাইনাল ২১ জুলাই। এই টুর্নামেন্টের জন্য ৫০০ বিদেশি ক্রিকেটার ড্রাফটে নাম দিয়েছেন।
তবে ড্রাফটের আগেই মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে ডাম্বুলা থান্ডার্স। গত আসরের রানার্স আপ ডাম্বুলা অরা পরিবর্তন হয়ে এবার ডাম্বুলা থান্ডার্স নামে খেলবে।
এলপিএলের ড্রাফটে বাংলাদেশ থেকে নাম দিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ।