ঢাকা (দুপুর ২:৪৬) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উলিপুরে হাতিয়া গণহত্যা অবলম্বনে “শোণিতপুরাণ” নাটক মঞ্চায়ন

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম Clock রবিবার বিকেল ০৪:০৩, ৫ ডিসেম্বর, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গণহত্যার থিয়েটার হাতিয়া গণহত্যা অবলম্বনে “শোণিতপুরাণ” নাটক মঞ্চায়ন হয়েছে।

গত শনিবার সন্ধ্যা ৬ টায় উপজেলা ডাকবাংলোয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র ভাবনা ও পরিকল্পনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক রুবাইয়াৎ আহমেদ’র রচনায় হাবিব মাসুদ’র নির্দেশনায় নাটকটি মঞ্চায়ন হয়েছে।

নাটকটিতে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, স্থানীয় সংসদ সদস‌্য অধ‌্যাপক এম এ ম‌তিন।

কু‌ড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার বিপুল কুমার, উ‌লিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু,  জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংসদ কমা‌ন্ডের সা‌বেক কমান্ডর সিরাজুল ইসলাম টুকু, জেলা শিল্পকলা একা‌ডে‌মির সাধারণ সম্পাদক অধ‌্যক্ষ রা‌শেদুজ্জামান বাবু, উপ‌জেলা শিল্পকলা একা‌ডে‌মির সাধারণ সম্পাদক স ম আল মামুন সবুজ।

লেখক ও শিক্ষক আবু হেনা মুস্তফা’র সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানা গেছে, মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সারাদেশে মহান মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সংঘঠিত গণহত্যার উপর ভিত্তি করে পরিবেশ নাটক মঞ্চায়নের সিদ্ধান্ত গ্রহণ করেন।দেশের ৬৪ জেলার গণহত্যার উপর পরিবেশ নাটক মঞ্চায়নের প্রেক্ষিতে কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমি উলিপুরের হাতিয়া গণহত্যার বিষয়টি মঞ্চায়নের উদ্যোগ গ্রহণ করেন।

প্রসঙ্গত, মহান মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ১৯৭১ সালের ১৩ নভেম্বর পবিত্র রমজান মাসে রাতের অন্ধকারে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশীয় সহযোগি ঘৃণিত রাজাকারদের সহায়তায় হাতিয়ার দাগারকুটি গ্রামে আক্রমণ চালিয়ে ৬৯৭জন মানুষকে নির্মমভাবে হত্যা করে।দাগারকুটির গণহত্যাটি উত্তরবঙ্গের বৃহৎ গণহত্যা।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT