উলিপুরে লকডাউন লঙ্ঘনের দায়ে ১৪ জনকে অর্থদন্ড
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম : শুক্রবার রাত ১১:৪৫, ২ জুলাই, ২০২১
কুড়িগ্রামের উলিপুরে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখা, মাস্ক না পড়া এবং অযাচিত ঘোরাফেরা করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ে ১৪ জনের কাছ থেকে ১৪ হাজার ১’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত লকডাউনের দ্বিতীয় দিনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে দিনব্যাপি এ অভিযান পরিচালিত হয়। উলিপুর থানার পুলিশ ও আনসার বাহিনী এ অভিযানে সহায়তা করেন।
অভিযান চলে উলিপুর বাজার সহ উপজেলার বিভিন্ন স্থানে। এ সময় দোকান খোলা রাখার কারণে এক ব্যবসায়ীকে ৩ হাজার, অপর আরেক ব্যবসায়ীকে ২ হাজার, মাস্ক না পড়ায় একজনের ১ হাজার এবং অযাচিত ঘোরাফেরা করার কারণে ১১ জনের কাছে বিভিন্ন পরিমানে ৮ হাজার ১’শ টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল তথ্যটি নিশ্চিত করে জানান,স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।