ঢাকা (রাত ৯:৫৩) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুরে লকডাউনের ৫ম দিনেও সরব প্রশাসন

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock মঙ্গলবার রাত ০১:২৯, ৬ জুলাই, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে লকডাউন অমান্য করার অপরাধে ৮ জনের কাছ থেকে ৪ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে সোমবার পঞ্চম দিনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে দিনব্যাপি এ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী, উলিপুর থানার পুলিশ ও আনসার বাহিনী এ অভিযানে সহায়তা করেন।

অভিযান চলে উলিপুর বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে। এ সময় অযাচিত ঘোরাফেরা করার কারণে ৮ জনের কাছে বিভিন্ন পরিমানে ৪ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র আলহাজ মামুন সরকার মিঠু, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হুমায়ুন কবীর প্রমুখ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল তথ্যটি নিশ্চিত করেন। স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT