ঢাকা (বিকাল ৪:১১) সোমবার, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুরে ফ্রেন্ডস ফেয়ার পাঠাগার ও আঞ্চলিক পুস্তক জাদুঘরের উদ্বোধন

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি Clock সোমবার সকাল ১১:৪৫, ১৪ নভেম্বর, ২০২২

“তোমাদের রক্তসিক্ত মাটিতে প্রতিনিয়তই জন্মে বিবর্তনের অঙ্কুর” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে ফ্রেন্ডস্ ফেয়ার পাঠাগার ও আঞ্চলিক পুস্তক জাদুঘরের জন্য ৩দিন ব্যাপী বই সংগ্রহ ও প্রদর্শনী’র উদ্বোধন হয়েছে। গত রবিবার সন্ধ্যায়

ফ্রেন্ডস্ ফেয়ার আয়োজনে কাচারী চত্বরে পাঠাগারের উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস্ ফেয়ারের সভাপতি আল আমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক স.ম আল মামুন সবুজ, সুদেব সরকার সৌরভের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, রথীন্দ্র প্রসাদ পান্ডে, উলিপুরের ইতিহাস বিষয়ক গবেষক আবু হেনা মুস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল ইসলাম মুকুল প্রমুখ।

এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT