ঢাকা (সন্ধ্যা ৭:০৩) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুরে আধুনিক ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হসপিটাল’র উদ্বোধন

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock সোমবার বিকেল ০৫:১০, ৭ জুন, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে আধুনিক ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হসপিটাল’র উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০৭ জুন) সকাল ১১ টায় পৌর শহরের ডাঃ ওহাব ম্যানসনে প্রধান অতিথি হিসাবে আধুনিক ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হসপিটাল’র উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন।

এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠিত আলোচনা সভায় সহযোগী অধ্যাপক রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ডাঃ এম এ ওহাবের সভাপতিত্বে হসপিটাল পরিচালনা পরিষদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন সাইফুর রহমান, বিশেষ অতিথ হিসাবে বক্তব্য রাখেন, ইউএনও নূর-এ-জান্নাত রুমি,উলিপুর থানা অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির।

স. ম. আল মামুন সবুজের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাবেক সংরক্ষিত সংসদ সদস্য শাহানাজ সরদার,আ.লীগ নেতা সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা,আব্দুল মজিদ হাড়ি,পার্থ সারথি সরকার, সাইদুল হক বাচ্চু, পল্লী চিকিৎসক ডাঃ আমজাদ হোসেন প্রমুখ।এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার পল্লী চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এম এ ওহাব বলেন,প্রতিষ্ঠানটি আমার পরিবারের ঐতিহ্য।সত্যিকারের সেবা প্রদানের জন্য হসপিটালটি চালু করা হয়েছে।এখানে প্রতিটি পরীক্ষা অত্যাধুনিক মেশিন দ্বারা পরিচালিত হবে।

তিনি আরও বলেন এমন একটি প্রতিষ্ঠান হাতের নিকট হওয়ায় এলাকার লোকের উপকার হবে।বিশেষ করে শিশু ও নারীদের চিকিৎসাসহ জরুরী সেবাগুলো সহজে পাওয়া যাবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT