ইউনিয়ন পর্যায়ে সমস্যা চিহ্নিত করণ ও চাহিদা নিরুপণ সভা অনুষ্টিত
শরিফুল ইসলাম,ঠাকুরগাঁও মঙ্গলবার দুপুর ০১:১৬, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে ১৫ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১টায় প্রকল্পঃ ইনসিওরিং পিপলস পাটিশিপেশন অন পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট পলিসি অফ কোভিট -১৯ সিচিউয়েশন ইন নর্দান বাংলাদেশ,মানব কল্যান পরিষদ এম কে পি,ঠাকুরগাঁও এর আয়োজনে ও দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ে সমস্যা চিহ্নিত করণ ও চাহিদা নিরুপণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন, মানব কল্যান পরিষদ এম, কে,পি,ঠাকুরগাঁও শাখার প্রজেক্ট অফিসার আলী ও সহকারী প্রজেক্ট অফিসার রুমিনা বেগম।
সভায় করোনা কালীন সময়ে ও বর্তমান সময়ে মানুষের সুবিধা,অসুবিধা,কি কি সমস্যায় পরতে হয়েছিলো, বর্তমানে মানুষ কে কি কি বাঁধার সম্মুখীন হতে হচ্ছে ও তার প্রতিকার চিহ্নিত করণ বিষয়ে আলাপ আলোচনা করা হয়।
সুশীল সমাজের পক্ষে বক্তব্য রাখেন, সমাজ সেবক মোকসেদুল ইসলাম,গড়েয়া প্রেসক্লাবের সভাপতি মাজেদুর রহমান, সবেক মহিলা ইউপি সদস্য রেহেনা বেগম, সমাজ সেবক সোলজার আলম,ওয়াড আওয়ামী সভাপতি আব্দুল বারিক,এমকে পি সদস্য শিবানী রানী।
সভায় সুশীল সমাজ গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।