ঢাকা (সকাল ১১:৪৯) মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আলীকদমে ৭ প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র করবে ইউএসএআইডি

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:২৫, ১৭ অক্টোবর, ২০১৯

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম (বান্দরবান)প্রতিনিধিঃ বান্দরবানের আলীকদম উপজেলার সাতটি প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্রে রূপান্তর ও জরুরী শিক্ষা খাতে ১কোট ৮৭ লক্ষ টাকা ব্যয় করবে ইউএসএআইডি। ইউএসএআইডি’স অর্থায়নে এবং ‘সেভ দ্যা চিল্ড্রেন’ এর কারিগরী সহযোগীতায় প্রকল্পটি বাস্তবায়ন করবে ‘গ্রীণহিল’।

আজ বৃহস্পতিবার (১৭অক্টোবর) সকাল এগারোটায় আলীকদম উপজেলা পরিষদ মিলানয়তন সভা কক্ষে অনুষ্ঠিত ইউএসএআইডি’র আশ্রয় কেন্দ্র (এমপিসিএস) শিরোনামে অনুষ্ঠিত প্রকল্প পরিচিতি সভায় এ তথ্য জানানো হয়।

প্রকল্প সংশ্লিষ্টরা আলোচনা সভায় জানান, আলীকদম উপজেলার প্রাথমিক শিক্ষার উন্নয়ন সাধনের লক্ষ্যে এই প্রকল্পের মাধ্যমে অত্র উপজেলার চৈক্ষ্যং ত্রিপুরাপাড়া সঃ প্রাঃ বিঃ, চিওনী পাড়া সঃ প্রাঃ বি, তারাবুনিয়া সফিউল আলম সঃ প্রাঃ বি, ভরিরমূখ সঃ প্রাঃ বি, বাবু পাড়া সঃ প্রাঃ বি, অসতি ত্রিপুরা পাড়া সঃ প্রাঃ বি ও রোয়াম্ভু সঃ প্রাঃ বিদ্যালয় সহ মোট ৭টি প্রাথমিক বিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আশ্রয় কেন্দ্রে রূপান্তর করে, প্রাকৃতিক দুর্যোগ পূর্ববর্তী করণীয় সম্পর্কে সচেতনতা এবং বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসকান্দর নূরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলীকদম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কাজী রকিব উদ্দিন, আলীকদম উপজেলা প্রকৌশলী হেলাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনসুর রহমান, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মার্মা, গ্রীন হিল এর চেয়্যারপারসন টুকু তালুকদার, এমপিসিএস প্রকল্প ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান, প্রকল্প কর্মকর্তা উত্তম কুমার, আলীকদম প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ ও সংশ্লিষ্ঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT