ঢাকা (রাত ৩:৩৩) শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
শিরোনাম

মেঘনা-ভাটেরচর সড়কে দুর্ঘটনায় একজনের মৃত্যু : ওভারব্রিজ নির্মানের দাবি

মেঘনা-ভাটেরচর মহাসড়কে দুর্ঘটনায় নিহত হওয়া ডাঃ মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া
ডাঃ মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া



মোঃ আরিফুল ইসলামঃ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা-ভাটেরচর নতুন সড়কের ভাটেরচর সড়ক পাড় হতে গিয়ে আজ ২৬ আগষ্ট সোমবার আনুমানিক বিকাল ৫টায় মেঘনার হিজলতলী করিমাবাদ গ্রামের ডাঃ মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া (৪২) নামে একজন সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিহত ডাঃ মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মেঘনা উপজেলা শাখা মুজাহিদ কমিটির সভাপতি ছিলেন বলে জানা গেছে।

উল্লেখ্য যে, ঢাকা-চট্রগ্রাম মেঘনা-ভাটেরচর নতুন সড়ক চলাচলের জন্য উন্মুক্ত করার পর থেকেই ভাটেরচর সংযোগ স্থলে বিভিন্ন সময়ে বেশ কয়েকটি দুর্ঘটনায় একাধিক আহত এবং কয়েকজন নিহত হওয়ার খবরও পেয়েছে মেঘনা নিউজ।
অনেক আগে থেকেই ওভারব্রিজ নির্মানের দাবি জানিয়ে আসছিল মেঘনাবাসী ও এই রাস্তায় যাতায়াতকারীগন। তবে, আজকের এই ঘটনার পর ওভারব্রিজ নির্মানের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জোড়ালোভাবে দাবি জানানোর দৃশ্য চোখে পড়ে।
অনেকেই দাবি করছেন, যথাযথ কর্তৃপক্ষের নজরদারি হীনতায় প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের।
দাবি আরো জোরালো করতে সবাই সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েও স্ট্যাটাস দেন অনেকেই।

জানা যায়, নিহত ডাঃ আনোয়ার হোসেনের নামাযে জানাযা আগামীকাল ২৭আগষ্ট মঙ্গলবার সকাল ১০টায় সেননগর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT