ঢাকা (সকাল ১০:৩১) বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ইউএনও মারুফ, জি নিউজ পরিবারের সংবর্ধনা

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ইউএনও মারুফ, জি নিউজ পরিবারের সংবর্ধনা

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) Clock বৃহস্পতিবার সকাল ১০:৪৩, ২২ ডিসেম্বর, ২০২২

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় গৌরীপুর ইউএনও হাসান মারুফকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে পৌর শহরের নেক্সাস রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে জি নিউজ পরিবারের পক্ষ থেকে এই সংবর্ধনা দেয়া হয়।

জি নিউজের পরিচালক ফারুক আহাম্মদের সভাপতিত্বে ও আজকের পত্রিকার স্থানীয় প্রতিনিধি আরিফ আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, সাবেক সভাপতি ফারুক আহামেদ, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, দৈনিক খবর প্রতিনিধি শামীম খান, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি ওবায়দুর রহমান ও কালবেলার প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

ইউএনও হাসান মারুফ বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা জাতির ভবিষ্যৎ গঠন ও উন্নয়নের জন্য অপরিহার্য। প্রাথমিক শিক্ষাই হলো শিক্ষাব্যবস্থার বীজ। প্রাথমিক শিক্ষা শিক্ষার্থীকে ভবিষ্যৎ সমাজের একজন স্বনির্ভর ও দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তোলে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT