১৭২ বছর পর বিরল অগ্নিবলয় সূর্যগ্রহণ আগামীকাল, যখন দেখা যাবে বাংলাদেশে
মেঘনা নিউজ ডেস্ক বুধবার রাত ০৯:৫২, ২৫ ডিসেম্বর, ২০১৯
আগামীকাল ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিরল অগ্নিবলয় সূর্যগ্রহণ দেখার অপেক্ষায় বিশ্ব। ১৭২ বছর আগে পৃথিবীর মানুষ দেখেছিল এমন সূর্যগ্রহণ। এ সূর্য গ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে এক আগুনের বলয়। বিজ্ঞানীরা যাকে বলেন ‘রিং অব ফায়ার’।
এদিকে ২০১৯ সালের তথা এই দশকের শেষ সূর্যগ্রহণের সাক্ষী থাকবে বাংলাদেশ, ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ফিলিপিন্স, অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ।
জানা যায়, এই সূর্যগ্রহণ পূর্ণগ্রাস নয়, এটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। এই বলয়াকার সূর্যগ্রহণকে ‘আগুনের বলয়’ও বলা হয়। পৃথিবী আর সূর্যের সঙ্গে এক সরলরেখায় চাঁদ এসে গেলে সেই ছায়া পৃথিবী পৃষ্ঠে পড়ে। একেই সূর্যগ্রহণ বলে। যদিও এবার চাঁদ পৃথিবী থেকে কিছুটা দূরে থাকায় চাঁদের প্রচ্ছায়া পৃথিবীর উপরে পড়বে। এর ফলে সূর্যকে একটি বলয়ের মতো দেখাবে।
এদিকে বাংলাদেশ থেকেও দেখা যাবে এই বিরল অগ্নিবলয় সূর্যগ্রহণ। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ২টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে সম্পন্ন হবে। আকাশ পরিষ্কার থাকলে এই দিন বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
এরপর ভারতীয় সময় সকাল ৯ টা ২৭ মিনিট থেকে শুরু হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। সকাল ১০ টায় বলয়গ্রাস সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। সকাল ১১টা ৩২ মিনিটে গ্রহণ ছাড়বে। এই গ্রহণ টানা ৩ ঘণ্টা ৮ মিনিট স্থায়ী থাকবে। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা থেকেই সূর্যের বলয়গ্রাস গ্রহণ কম-বেশি দেখা যাবে। তবে ওই দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাই এই বলয়গ্রাস গ্রহণ কতটা দেখা যাবে সে বিষয়ে সন্দিহান আবহাওয়াবিদরা।
ভারতে সবচেয়ে ভাল ভাবে দেখা যাবে দক্ষিণ ভারতের রামেশ্বরম থেকে। ভারতের মেঙ্গালুরু, তিরুচিনাপল্লি, ওয়াইনাড়, কোঝিকোড়, উটি, ফলাক্কড়, কোয়েমবাত্তুর, ইরোড়, শিবগঙ্গা থেকে এই গ্রহণ ভাল ভাবে দেখা যাবে। শ্রীলঙ্কার জাফনায়, সিঙ্গাপুর থেকেও দেখা যাবে এই দশকের শেষ সূর্যগ্রহণ। সিঙ্গাপুর থেকে সবচেয়ে বেশিক্ষণ সময় ধরে এই গ্রহণ দেখা যাবে।
মহাকাশ বিজ্ঞানীরা জানান, আড়াই থেকে তিন ঘণ্টা ধরে চলবে এই মহাজাগতিক দৃশ্য। সূর্যকে ৯০ শতাংশের বেশি ঢেকে ফেলবে চাঁদ, যা খালি চোখেই অবলোকন করতে পারবেন পৃথিবীবাসী।