ঢাকা (রাত ১১:২০) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

হাতিয়া ইউনিয়নকে প্রাথমিক পর্যায়ে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock শনিবার রাত ০৯:৪৩, ৫ ডিসেম্বর, ২০২০

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নকে প্রাথমিক পর্যায়ে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (০৫ ডিসেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে হাতিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও বিল্ডিংবেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের যৌথ সহযোগিতায়  অনুষ্ঠিত আলোচনা সভায় প্রকল্পের মনিটরিং অফিসার আহাদ্দুজামানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান বি এম আবুল হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নুরে-এ-জান্নাত রুমি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)ইমতিয়াজ কবির।

অন্যান্যের মধ্যে আরও  বক্তব্য রাখেন, উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. শরীয়তুল্লাহ,বাগুয়া অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য জয়নাল আবেদীন, মাও. আব্দুস সালাম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সচিব হারুন-অর-রশিদ সরকার,প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর জুলিয়া খানম জ্যোতি, নুর ইসলাম, জেসি ইয়াসমীন, আমিনুর ইসলাম, নুর জাহান বেগম, মাইদুল ইসলাম মঞ্জুরুল হক,আলিফা, মনিরা বেগম, পারুল রানী, জীবন চন্দ্রসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT