ঢাকা (সন্ধ্যা ৭:০৯) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সড়ক দুর্ঘটনায় আদমদীঘিতে এক জন নিহত

মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া Clock রবিবার রাত ১১:৩০, ১৭ জানুয়ারী, ২০২১

বগুড়ার আদমদীঘিতে ট্রাক্টরের ধাক্কায় আবু বক্কর (৫২) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার ছাতিয়ানগ্রাম সড়কের ডহরপুর নামক জায়গায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আবু বক্কর উপজেলার ডহরপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আবু বক্কর নামের ওই রাজমিস্ত্রী আদমদীঘি বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

গুরুতর অবস্থায় তাকে পরে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে  হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি জালাল উদ্দিন সাংবাদিকদের জানান, ঘটনার পর থেকে ট্রাক্টর এবং চালককে শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT