ঢাকা (রাত ৩:৫২) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সৎ ছেলের কুড়ালের কোপে মা খুন 

শফিউল আলম,কক্সবাজার শফিউল আলম,কক্সবাজার Clock সোমবার রাত ০২:৩৯, ৩ মে, ২০২১

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউপিস্থ আঁধারঘোনা পূর্ব গোদার পাড়া গ্রামে সৎ ছেলের কুড়ালের আঘাতে সৎ মা নিহতের ঘটনা ঘটেছে।

গত (২৪ মে) ভোরে সেহেরি খাওয়ার সময় কথাকাটির জের ধরে সৎ ছেলে আব্দুল হান্নানের কুড়ালের আঘাতে সৎ মা গুরুতর আহত হয়। আহত মহিলাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করালে চিকিৎসার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার সকাল ১১ টার সময় মৃত্যু্রণ করেন।

নিহত মুরশিদা বেগম (৩৫), উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনা গ্রামের মোহাম্মদ আকতার হোসাইনের ২য় স্ত্রী। ঘাতক ছেলে হান্নান (২৫) ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আঁধার ঘোনা গোদার পাড়া গ্রামের আকতার হোসাইন প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী বিয়ে করে। কিন্তু প্রথম স্ত্রীর ছেলের সাথে দ্বিতীয় স্ত্রী সৎ মায়ের সাথে প্রায় সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হত। ঘটনার ভোর রাতে তার সৎ মা মুরশিদার মাথায় কুড়ালের কোপ দিলে ঘটনাস্থলেই আহত হলে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান।

এ ব্যাপারে মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুল হাই বলেন, সৎ ছেলে কুড়ালের আঘাতে এক মা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে শুনেছি। এ বিষয়ে একটি মামলাও হয়েছিল। এটি হত্যা মামলা হিসাবে রুজু হয়ে যাবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT