স্নিগ্ধ বাতাসে ঈদ কাটাতে পারছেন ঢাকাবাসী
নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার বিকেল ০৫:২৭, ৩ মে, ২০২২
ঈদের দিন শহরের বায়ু আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে ঢাকাবাসীর জন্য। মঙ্গলবার (৩ মে) ঢাকায় বায়ুর মান সূচক দেখা গেছে ২১।
বিশেষজ্ঞরা বলছেন, ঈদ উপলক্ষে প্রায় এক কোটি মানুষ রাজধানী ছেড়েছেন। যার ফলে বন্ধ আছে বায়ু দূষণের বড় উৎসগুলো। এছাড়া সকালে বৃষ্টি হয়েছে। যার সুফল পেয়েছে ঢাকাবাসী।
যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান যাচাই বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান “আইকিউ এয়ার” বলছে, মঙ্গলবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত ঢাকায় বায়ুর মান সূচক ছিল ২১। ওই সময়ে বায়ুতে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর “পিএম ২.৫” প্রতি ঘনমিটারে ছিল ৫ মাইক্রোগ্রাম। বিশেষজ্ঞদের মতে যা “ভালো”।
প্রসঙ্গত, বেশ কয়েক দিন ধরে ঢাকার বায়ুমান খুব খারাপ চলছিল। মাঝে মাঝে বিশ্বের সবচেয় দূষিত বায়ুর শহরের স্থানও দখল করেছে ঢাকা।