ঢাকা (সন্ধ্যা ৬:০২) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

স্কলারশিপ ও ক্যারিয়ার বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

রাসেল মুরাদ রাসেল মুরাদ Clock সোমবার ১২:২০, ৪ জানুয়ারী, ২০২১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘স্কলারশিপ ও ক্যারিয়ার’ বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৭ টায় ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (আইইউসিসি) এর আয়োজনে ওয়েবিনারটি  ক্লাবের ফেসবুক পেজ থেকে সরাসরি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাফেয়ার সেলের পরিচালক ও ইংরেজি বিভাগের প্রফেসর ড. শাহাদাৎ হোসেন আজাদ, আইসিটি বিভাগের প্রফেসর ড. জাহিদুল ইসলাম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আক্তারুজ্জামান বাবু ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ ও সুযোগ-সুবিধা নিয়ে শিক্ষার্থীদের আগ্রহী করে তোলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের যুগ্ম-আহ্বায়ক আশিকুর রহমান এবং সদস্য ফারজানা ইসলাম মাহি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ক্লাবটি নিয়মিত বিভিন্ন সময় শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানের করে থাকে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT