সৌদিতে করোনায় চট্টগ্রামনিবাসী প্রবাসীর মৃত্যু
মোঃ কামরুজ্জামান সোমবার দুপুর ০৩:২০, ৬ এপ্রিল, ২০২০
সৌদিতে করোনায় চট্টগ্রামনিবাসী প্রবাসীর মৃত্যু , জানা যায় নিহতের নাম মানিক। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের বালুখালীর অধিবাসী ছিলেন। এই নিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৪ জন প্রবাসী বাংলাদেশী করোনাভাইরাসে নিহত হয়েছেন। এর আগে মদিনা নিবাসী কোরবান সহ আরো দুইজন প্রবাসী সৌদিতে করোনা আক্রান্ত হয়ে নিহত হয়েছেন। এদের মাঝে একজন বাংলাদেশী ডাক্তার ও আছেন যিনি হাসপাতালে করোনারুগীদের চিকিৎসা দিতে গিয়ে সংক্রামিত হয়েছিলেন। সাভার নিবাসী রেজাউল করিমের পুত্র মৃত কুরবান দীর্ঘদিন যাবৎ সৌদি আরব কর্মরত ছিলেন। মৃত্যুর খবরের পর তার দেশের পরিবার পরিজনরা এখন পর্যন্ত জেদ্দা কনস্যুলেটের সঙ্গে কোনরকম যোগাযোগ করেনি বলে কনস্যুলেট জেদ্দা সূত্রে জানা গেছে। কনস্যুল জেনারেল তাই প্রবাসীর মন্ত্রণালয়ের মাধ্যমে পরিবারের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে গতকাল ( ৫ এপ্রিল) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 2402 জনে। কিছুক্ষন আগে আরো ১৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদের মাঝে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ৪৮৮ জন। এখানে উল্লেখ্য যে আক্রান্তদের মাঝে সৌদি আরবের নাগরিক আছেন ৪৭% এবং অন্যান্যদেশের আছেন ৫৩%। সমগ্র সৌদি আরবে এখন পর্যন্ত ২০টি শহরে করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। নীচে মোট আক্রান্তের সংখ্যা এবং শহরের নাম সহ প্রকাশ করা হলো: রিয়াদ: ৭১৪ মক্কা: ৪৬৬ জেদ্দা: ৩৪৫ মদিনা: ২৩৯ দাম্মাম: ১৪৩ কাতিফ: ১৩৭ আল-হাফুফ: ৪৪ আলখোবার : ৩৯ তায়েফ: ৩৭ ধাহরান: ২৬ তাবুক: ৩২ খামিস মুশাইত: ১৭ নাজরান: ১৭ আবহা : ১৬ বিশা: ১৫ বুরাইদহ: ১৫ আল-বাহা: ১৪ আল-খাফজি: ১৪ জিজান: ১০ রাস তানুরা: ৫ এদিকে জেদ্দায় করোনা প্রতিরোধে কঠোর আইন গ্রহন করা হয়েছে। মরণঘাতি করোনা ভাইরাস যেহেতু একজনের থেকে অন্যজনের শরীরে যায় তাই এটার দ্রুত সংক্রমণ বন্ধের জন্য আইনটি কঠিন করা হয়েছে। যাতে জনগণ যথেষ্ট সাবধানতা অবলম্বন করে।