ঢাকা (রাত ১২:২৮) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


সাপাহারে ১৫০ জন ভিক্ষুক ও ক্ষুধার্তকে দুপুরের খাবার দিলেন ক্ষুধার্তদের লড়াকু সংগঠন

গোলাপ খন্দকার,সাপাহার(নওগাঁ) গোলাপ খন্দকার,সাপাহার(নওগাঁ) Clock শুক্রবার সন্ধ্যা ০৬:৩৫, ৯ অক্টোবর, ২০২০

নওগাঁর সাপাহারে ক্ষুধার্ত মানুষের কথা চিন্তা করে ১৫০ জন ভিক্ষুক ও ক্ষুধার্ত মানুষকে দুপুরের খাবার দিলেন নতুন যাত্রা শুরু হওয়া সামাজিক সংগঠন ক্ষুধার্তদের লড়াকু সংগঠন নামের সংগঠনটি।

শুক্রবার জুম্মার নামাজ শেষে খাবারের বস্তা নিয়ে উপজেলা সদরের বিভিন্ন স্থানে ছুটে গিয়ে ভিক্ষুক ও ক্ষুধার্তদের হাতে দুপুরের খাবার তুলে দেন ক্ষুধার্তদের লড়াকু সংগঠন নামের সংগঠনটির সদস্যরা।

এসময় সংগঠনের সদস্য মারুফ, তাসনিম, রাজ, বুলবুল, অয়ন, সিফাত, আপন, মাশরাফি সহ প্রায় ২০/৩০ জন মিলে নিজ অর্থায়নে এই মহুতি উদ্যোগটি গ্রহণ করেন এবং প্রথম দিন ১৫০ জন ক্ষুধার্তকে দুপুরের খাবার বিতরণের মাধ্যমে তাদের কার্যক্রম চালু করেন।

সংগঠনটির সদস্যরা বলেন, আমরা ধারাবাহিক ভাবে প্রতিমাসে ১০০ জন দরিদ্র মানুষকে এক বেলা পেট ভরে দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করবো তার সাথে এতিমদের খাতা কলম, কোরআন শরীফ এবং প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতা করবো।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT